দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হয়। ১৪৭/৮-এস সীমানা পিলার সংলগ্ন ২শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে গড়ুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে অমীমাংসিত ভূমি, মাদক পাচার বন্ধ, সীমান্ত বাজার চালু, উভয় দেশের নাগরিকদের মধ্যে নিয়মিত খেলাধুলা আয়োজনসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে বিজিবি’র ৩২ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার মেজর তারেক মাহমুদ সরকার জানান। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল কাজী আরমান হোসেন ও বিএসএফ’র ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৮৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী সুনীল কুমার।