স্টাফ রিপোর্টার: দিনাজপুর শহরে রামনগর এলাকায় এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আয়েশা সিদ্দিকা (১৮) দিনাজপুর সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের অনার্স প্রথম বিভাগের ছাত্রী ও ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার ভবানন্দপুর কালিগঞ্জ বাজার এলাকার মনসুর আলীর মেয়ে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, আয়শা সিদ্দিকা দিনাজপুর সরকারি কলেজে অধ্যায়ন করতো ও শহরের রামনগর এলাকার হাসেম আলীর মহিলা মেসে বসবাস করতো। গতকাল শনিবার দুপুরে পাশের রুমের একটি মেয়ে জানলার গ্রিলের সাথে আয়েশার লাশ ঝুলে থাকতে দেখে চিৎকার করে। এ সময় তার চিৎকারে আশপাশের সকলে ছুটে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে তার ব্যবহৃত মোবাইলফোনটি জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, তার মৃত দেহটি যেভাবে ঝুলে ছিলো এভাবে কেউ নিজে নিজে আত্মহত্যা করতে পারে না। নিহতের গলা রশি দিয়ে জানলার গ্রিলে ঝুলে থাকলেও পা ছিলো ফ্লোরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে খুব দ্রুত এর সুরাহা করা হবে।