দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল

 

দর্শনা অফিস: দর্শনা  সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তক্ষীরা একটানা তিন ঘন্টা যৌথ টহল দিয়েছে। গতকাল শুক্রবার সকাল ন’টা থেকে দুপুরা ১২টা পর্যন্ত এ যৌথ টহল দেয়া হয়। দর্শনা সীমান্তের ৭৩ নম্বর মেন পিলার থেকে ৭৮ নম্বর মেন পিলার পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত পথ টহল দেয় বিজিবি-বিএসএফ’র যৌথ টহলদল। এ সময় বিজবির পক্ষে ২০ সদস্যের দলের নেতৃত্ব দেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান ও হাবিলদার জিল্লুর রহমান। বিএসএফ’র ১০ সদস্য দলের নেতৃত্বে দেন বিএসএফ’র নদীয়া-১৭৩ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমেশ চাঁদ। বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান জানান, সীমান্তে নারী ও শিশু পাচার, অস্ত্র, মাদকপাচার এবং চোরাচালান প্রতিরোধসহ সীমানা পিলার পর্যবেক্ষণের জন্য দু’দেশের সীমান্তরক্ষীদের নিয়ে যৌথ টহলের আয়োজন করা হয়। এই টহল চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।