স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের দু কিশোরকে লাঠোসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ করেছে আহত দু যুবক। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মণ্ডলপাড়ার জাফর আলী মালিথার ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৯) ও এনামুল মণ্ডলের ছেলে ইমরান হোসেন (২২) গতকাল শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে একই গ্রামের জোয়ার্দ্দারপাড়ায় যায়। সেখানে একটি গরুর সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় লুৎফর বিশ্বাসের ছেলে রুপা হোসেন ও মৃত আমজাদ মণ্ডলের ছেলে মিলন মারধর করে বলে অভিযোগ করেছে আহতরা।