চুয়াডাঙ্গা সদর থানা ছাত্র আন্দোলনের কমিটি গঠন

 

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে গতকাল শনিবার সকাল ৮টায় দৌলাতদিয়াড় কার্যালয়ে সদর থানা কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি  মাসুম বিল্লাহ। তিনি বলেন, ঘুনে ধরা সমাজকে সঠিক দিক্ষা দিতে ছাত্র সমাজের বিকল্প নেই। দেশের এই সঙ্কটময় মুহূর্তে একমাত্র কোরআনই মানুষকে মুক্তি দিতে পারে। অনুষ্ঠানে সদর থানার সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মো. ফাহিম ফয়সাল ও রউফুন ইসলামকে সাধারণ সম্পাদক মনোনিত করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইমরান সরকার, সদর থানা সহসভাপতি শামসুল ইসলাম, জেলা সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক নাজমুস ছাকিব, দামুড়হুদা থানা সভাপতি আরিফুল ইসলম প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।