আশিক পারভেজ: চুয়াডাঙ্গা রেলস্টেশনের ধারে গতকাল সকালে সাপের ঝাপান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ খেলায় চুয়াডাঙ্গা খেজুরতলা গ্রামের সাপুড়ে চতুর আলীর দল বিজয়ী হয়। তাকে নগদ ৩ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।
এ ঝাপান প্রতিযোগিতায় তিনটি দল অংশ নেয়। চুয়াডাঙ্গা বাগানপাড়ার রায়হান উদ্দিন, কুষ্টিয়া হালসার বেশনগরের পচা ও খেজুরতলার চতুর আলীর দল বিকেল পর্যন্ত বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে তাদের কৌশল নৈপূণ্য দেখান। দ্বিতীয় অবস্থানে ছিলো রায়হানের দল। তাকে পাঁচশ টাকা দেয়া হয় পুরস্কার হিসেবে। ঝাপান প্রতিযোগিতা দেখার জন্য অসংখ্য দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী গোবিন্দ।