মাথাভাঙ্গা অনলাইন : চট্টগ্রাম নগরীর একটি হোটেলের একই কক্ষ থেকে নারী ও পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল বেলা ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন গোল্ডেন সিটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেল ম্যানেজার রফিক ও দুই হোটেল বয়কে জিজ্ঞাসাবাদের জন্য পাহাড়তলী থানায় নেয়া হয়েছে।
হোটেলের রেজিস্টার বুক থেকে জানা যায়, মৃতব্যক্তি দ্বয়ের নাম সাইফুল ইসলাম (৩৬) ও হাজেরা বেগম (৩২) , শুক্রবার বিকেল ৫টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন।
শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কক্ষের দরজা বন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষ পাহাড়তলী থানায় খবর দেয়। বেলা ১১টার দিকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েলসহ পাহাড়তলী থানার ওসির নেতৃত্বে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এসময় হাজেরা বেগমকে মৃত অবস্থায় বেডের ওপর শোয়ানো আর সাইফুল ইসলামকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়।।