আলমডাঙ্গায় শেখ শামসুল আবেদীন খোকন নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময়

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন গতকাল শনিবার বিকেলে নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম খান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, দীপক বিশ্বাস, জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বজলুল রহমান, যুবলীগ নেতা আব্দুল গাফফার, অশোক কুমার পাল, সাবেক পৌর কাউন্সিলর শাহিন রেজা, আবুল কাশেম, সাধন কুমার পাল, গাড্ডু, আব্দুল রশিদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, ডাবলু, পিন্টু, বাদশা, তজবির, রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, মুন্না, টিটু, মুকুট, লাবলু, ইমাদুল, হাসান, মোয়াজ্জেম, লাল্টু, তমাল, রিজভি প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ আওয়ামী লীগের বর্তমান সংগঠনের অবস্থাকে আরো মজবুত করার জন্য নতুন নেতৃবৃন্দের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় নির্বাচনের জন্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।