মহেশপুর প্রতিনিধি: আরআরএফ ভৈরবা শাখার পক্ষ থেকে সমিতির সদস্যকে চিকিৎসা বাবদ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করে। গতকাল শনিবার সকালে মহেশপুর ভৈরবা শাখার সদস্য শাহান্নারা খাতুন ২০০৭ সালে আরআরএফ’র সদস্য হন। এক বছর পরে ওই সদস্যের স্বামীর পায়ে গ্যাংরিন রোগ হয়। দু বার অপারেশন হওয়ার পর এখনও পর্যন্ত নিরাময় হয়নি, আবারও তাকে অপারেশন করাতে হবে। এ বিষয়ে শাহান্নারা আরআরএফ’র কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে ৪৫ হাজার টাকা অনুদান চিকিৎসা বাবদ অনুমোদন করা হয়। শনিবার ভৈরবা শাখা অফিসে সকল সদস্যদের উপস্থিতিতে ম্যানেজার আব্দুল ওয়াদুদ অনুদানের টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ, মাসুম বিল্লাহ, সষ্ণয় প্রমাণিক, রিপন সরদার, রেজাউল ইসলাম, তোহিদুর রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমান প্রমুখ।