ক্রীড়া প্রতিবেদক: ৪২তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবলে জেলা পর্যায়ের খেরায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধিত্বকারী সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার সিএইচ আর মাধ্যমিক দলকে পরাজিত করে।
এদিকে দিনের অপর খেলায় দ্বিতীয় সেমিফাইনালে দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় দল ১-০ ব্যবধানে জীবননগর উপজেলা পাইলট বালক উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।