মাথাভাঙ্গা অনলাইন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কালামচরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনূস বাহিনীর প্রধান দস্যু ইউনূস (৩৮) নিহত এবং ৫ পুলিশসহ আহত হয়েছে ১০ জন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ কালামচরের দুর্গম এলাকায় অভিযানে যায়। এ সময় টের পেয়ে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে ঘটনাস্থলেই দস্যু বাহিনীর প্রধান ইউনূস মারা যায় এবং ৫ পুলিশ সদস্য ও দস্যু বাহিনীর ৫ সদস্য আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক ও ১২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
শুক্রবার সকালে ইউনূসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।