মাথাভাঙ্গা অনলাইন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জনতার গণপিটুনিতে জমশেদ (৩৫) নামের এক জলদস্যু নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় সুখচরের দূর্গম এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় জনতা চার মহিলাসহ মোট ছয় জলদস্যুকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ আটককৃতদের কাছ থেকে চারটি বন্ধুক ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান এ ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, পুলিশ ও স্থানীয় জনতায় মিলে হাতিয়ার জলদস্যু ইমরান, আশরাফ ও ভোলার জলদস্যু কমান্ডার কালাম চৌধুরী ও তাদের সহযোগীদের ধরার জন্য বিশেষ অভিযানে চলছে।