মাথাভাঙ্গা অনলাইন: নোয়াখালীর মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবদিন (৪৬) নামের এক পথচারির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার দুপুরের সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের পরিষ্কার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবদিন উপজেলার চরজুবলি ইউনিয়নের পশ্চিম চরজুবলি গ্রামের মৃত মনতাজ মিঞার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বাংলনিউজকে জানায়, শুক্রবার দুপুরে জয়নাল জুমার নামাজ পড়ার জন্য নবীন সমাজ জামে মসজিদে যাওয়ার পথে পরিষ্কার বাজারের ছাতা মার্কেট নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।