মাথাভাঙ্গা অনলাইন : ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকালে ১৮ কেজি সোনা আটক করা হয়েছে। বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজের যাত্রী বহনকারী বাসের ভেতর থেকে এগুলো আটক করা হয়।
কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওমানের মাসকট থেকে ইউনাইটেডের একটি ফ্লাইট শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে একটি বাসে করে যাত্রীদের লাউঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই বাসের চালকের পাশে একটি গর্তের ভেতর থেকে কাস্টমস ও শুল্ক পুলিশ কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৫টি সোনার বার উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাস্টমসের সহকারী কমিশনার রাশিদুল হাসান বলেন, উদ্ধার করা সোনার মূল্য সাত কোটি টাকার মতো।