দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ভারতীয় অংশে গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাতে সীমান্তে গুলিবর্ষণের ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিজিবি সতর্ক অবস্থান নেয়।
বিজিবি ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জামালপুর সীমান্ত সংলগ্ন ১৫২ মেন সীমানা পিলারের ১শ’ গজ ভারতীয় অভ্যন্তরে ভারতের হোগলবাড়িয়া থানার মেঘনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা পরপর ৪ রাউন্ড গুলিবর্ষণ করেন। মধ্যরাতে আচমকা গুলির শব্দে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা সতর্ক অবস্থান নেন।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ৩২ ব্যাটালিয়নের জামালপুর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মীর মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত সংলগ্ন ভারতীয় অংশের ১শ’ গজ ভেতরে বিএসএফ একদল চোরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে হতাহতের কোনো খবর জানা যায়নি।