মাথাভাঙ্গা অনলাইন: নাটোরের ইয়াসিনপুরের অদূরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের এবং দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নাটোর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেসের একটি বগির ফ্রেম ভেঙে যাওয়ায় ট্রেনটি লাইনের ওপর আটকা পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান রেলের এ কর্মকর্তা