গাংনীতে বিএনপির পোস্টার লাগাতে দেয়নি পুলিশ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি ছবি সংবলিত পোস্টার ছিনিয়ে নিয়েছে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় পোস্টারিংকালে এ ঘটনা ঘটে।            জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন জানান, কয়েকজন কর্মী পোস্টার লাগানো শুরু করেন। ৬০/৭০টি পোস্টার লাগানোর পর গাংনী থানার এসআই আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশ তাদের বাধা দেয়। পোস্টারিং বন্ধ করে পোস্টার নিয়ে নেয় পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পোস্টারিং বন্ধ করা হলেও তারেক রহমানের স্মৃতি মানুষের মন থেকে মোছা যাবে না। তবে অভিযোগ অস্বীকার করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বলেছেন, পোস্টারিং করার সময় কয়েকজন পুলিশ দেখে পোস্টার ফেলে পালিয়ে যায়।