মাথাভাঙ্গা অনলাইন : খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বেনাপোল, চুয়াডাঙ্গা, মেহেরপুর থেকে ঢাকাগামী পরিহণ ধর্মঘট স্থগিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই এসব রুটে বাস চলাচল শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ধর্মঘট ডেকে দুপুর আড়াইটা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল পরিবহণমালিক-শ্রমিকরা।
খুলনা পরিবহণ শ্রমিক সমিতির সহ-সভাপতি আব্দুর রহিম বক্স ধর্মঘট স্থগিতের খবর নিশ্চিত করেছেন। তবে যে কারণে ধর্মঘট ডাকা হয়েছিল তার কোনো মীমাংসা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
কেন্দ্রীয় বাস মালিক সমিতির সহ-সভাপতি পবিত্র কাপুড়িয়া বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলীতে ঈগল পরিবহণের একটা বাসের দুর্ঘটনায় মতিয়ার নামে এক যুবক মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গাবতলীর স্থানীয় কিছু যুবক কাউন্টার থেকে জোরপূর্বক ঈগল পরিবহণের পাঁচটি বাস নিয়ে যায় এবং কাউন্টারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধোর করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে পরিবহণ ধর্মঘট ডেকেছিল এ বিভাগের মালিক-শ্রমিক সমিতি।