মাথাভাঙ্গা অনলাইন: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গানদেরবাল জেলার নাজওয়ান জঙ্গলে একদল পুলিশ ও আধা সামরিক বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা।
এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
ভারত ও পাকিস্তান কাশ্মিরকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে আসছে। এ নিয়ে কাশ্মির ইস্যুতে দুইদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। বিশেষ করে ভারত কর্তৃক পাকিস্তান শাসিত কাশ্মিরের নাগরিক আফজল গুরু ফাঁসির পর থেকে এ এলাকার সহিংসতার পরিমাণ বেড়ে গেছে।
সম্প্রতি ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনার পাল্টাপাল্টি অবস্থান সেখানকার উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।