আলমডাঙ্গার উসমানপুরে চায়ের দোকান থেকে চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার উসমানপুর বাজারের আফফানের চায়ের দোকান থেকে ফাঁড়ি পুলিশ চিরকুটসহ লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উসমানপুর গ্রামের কেরামত মণ্ডলের ছেলে আফফান আলির চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালে তিনি দোকানে গিয়ে দেখতে পান, চুলার পাশে একটি চিরকুটসহ লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। কাঁচা হাতের লিখিত ওই চিরকুটে উল্লেখ করা হয়েছে  ‘এই আফফান, কুত্তার বাচ্চা। পুলিশের দালাল…..। তুই ভালো হয়ে যা। তা না হলে তোকে তোর দোকানসহ বোমা মেরে উড়িয়ে দেবো। ইতি তোর বাবা।’   বিষয়টি তিনি স্থানীয় ফাঁড়ি পুলিশকে জানান। উসমানপুর ফাঁড়ির আইসি এএসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় পৌঁছে দেন। থানায় বোমাটি খুলে পরীক্ষাকালে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। গ্রাম্য কোন্দলের কারণে না চরমপন্থিরা এলাকা দখলের কৌশল হিসেবে ওই বোমা সাদৃশ্য বস্তুটি রেখেছিলো তা পুলিশ খতিয়ে দেখছে।