মাথাভাঙ্গা অনলাইন : কুমিল্লা সদরের রাজাপুর ও রসুলপুরের মধ্যবর্তী স্থানে মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হওয়ার সোয়া তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার ১১টা ১০ মিনিটে রাজাপুর ও রসুলপুরের মধ্যবর্তী রেলের পিলার নম্বর ১৬৫ কিলোমিটার এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী এ মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধার কাজ শেষে দুপুর আড়াইটায় আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।