মাথাভাঙ্গা অনলাইন: স্কাইপ ব্যবহারকারীরা এবার চোখে চোখ রেখেই চ্যাট করতে পারবেন। গবেষকদের তৈরি নতুন সফটওয়ারের সাহায্যে ভিডিও চ্যাটিংয়ের সময় এবার থেকে দুই প্রান্তের ইউজাররা একে অপরের চোখের দিকে তাকিয়েই চ্যাট করবেন।
আসলে এতদিন স্কাইপ-এ কথা বলার সময় ইউজাররা সাধারণত ক্যামেরার দিকে না তাকিয়ে মনিটরে ফুটে ওঠা অন্যপ্রান্তের ইউজারের ছবির দিকে তাকিয়েই কথা বলতেন। বেশিরভাগ ইউজারই ওয়েবক্যামের দিকে তাকানোর কথা ভুলেই যেতেন।
গবেষকদের তৈরি এই নতুন প্রযুক্তিতে সেই সমস্যার সমাধান করে দুই প্রান্তের ইউজারকেই এক বাস্তব আলাপচারিতার অভিজ্ঞতা দেওয়ার সুযোগ করে দেবে। জুরিখের কম্পিউটার গ্রাফিক্স ল্যাবরেটরির এক গবেষক ক্লডিয়া কুস্টারের দাবি, ‘‘ভিডিও কনফারেন্সকে আমরা মুখোমুখি কথা বলার অভিজ্ঞতা দিতে চাই।