মহেশপুরে প্রাইভেটকারসহ ফেনসিডিল উদ্ধার : মহিলাসহ দুজন গ্রেফতার


মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুর উপজেলায় গুড়াদাহ নামক স্থান থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ একটি প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-খ-১২-৯৫৫৯) তল্লাশি চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল ও এক মহিলাসহ দু জনকে আটক করে।

আটক দু মাদকব্যবসায়ী ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মোফাজ্জেল হোসেনের ছেলে শফিক (৩৩) ও মাদারীপুর জেলার খবির হোসেনের স্ত্রী আসমা খাতুন (২৮)। মহেশপুর থানার এসআই সৈয়দ আলী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সীমান্ত থেকে একটি প্রাইভেটকার আসার পথে নোয়ানীপাড়া নামকস্থানে মহেশপুর থানা পুলিশ প্রাইভেটকারটিকে থামানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সিগনাল অমান্য করে প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু নিয়ে উপজেলার গুড়াদাহ নামকস্থান থেকে প্রাইভেটকার ও ফেনসিডিলসহ ওই দু ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় আরো দুজন পালিয়ে যায় বলে পুলশ জানিয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।