মাথাভাঙ্গা অনলাইন : লক্ষ্মীপুর জেলার রায়পুয়ের কাজিরচর এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত নিহত এবং পুলিশের এএসআই আবদুর রহিমসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহত দুই ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ৩টা এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
আহতরা হল কবির খাঁন, আলাউদ্দিন, মিজানুর রহমান, শরীফুল ইসলাম, সাদ্দাম হোসেন, কামুরুল হোসেন, ওমর ফারুক,আজাদ হোসেন, কামাল হোসেনসহ ১৫জন। তাদের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, ডাকাতরা এলোপাতাড়ি গুলি করে। এ সময় কয়েকজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়। ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি করে।
ঘটনাস্থল থেকে একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে তাদের মৃতদেহ পাঠানো হয়েছে। অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।