মাথাভাঙ্গা অনলাইন: বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বাদী হয়ে মহানগর হাকিম মোঃ হাসিবুল হকের আদালতের মামলাটি দায়ের করেন।
তিনি মামলাটি দায়ের করে জানান, বাদী বিএনপির একজন সক্রিয় কর্মী। তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আসামি গত ১৬ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বক্তৃতায় বলেন, আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে। আসামি আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ও প্রভাবশালী নেতা। তার নির্দেশনায় বাদীসহ বিএনপি নেতাকর্মীদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বিধায় তিনি মামলাটি দায়ের করেন। আসামির এই দম্ভোক্তি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশিত হয় বলে তিনি জানান।