দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিস দামুড়হুদা সদর থেকে দর্শনায় স্থানান্তরের প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করেছেন এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতীক দলের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এলাকাবাসীর পক্ষে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা জামায়াতের সেক্রেটারি হাউলী ইউপি চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, থানা বিএনপির সাধারণ সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরিফুল আলম মিল্টন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগর যুগ্মসম্পাদক আজিজুল হক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এম নুরুন্নবী, উপজেলা যুবলীগ আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা শহীদ লতিফ মিল্টন, রাশেদুল ইসলাম হারু, শামিম হোসেন, জাতীয় পার্টির নেতা জাফর আলী, সাংবাদিক হাবিবুর রহমান, শামসুজ্জোহা পলাশ, বখতিয়ার হোসেন বকুল, তাছির আহমেদ, শিক্ষক মজিবর রহমান, আব্দুল মজিদ, ইউপি সদস্য শওকত আলীসহ প্রমুখ উপস্থিত থেকে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন বলেন, এলাকার বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে অফিসটি দামুড়হুদা সদরে রাখার সার্বিক ব্যবস্থা নেয়া হবে।