মাথাভাঙ্গা অনলাইন: পাটগ্রাম উপজেলার দহগ্রামে বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ডুবে দুটি মেয়ে শিশু মারা গেছে।
নিহতরা হলো- দহগ্রাম ইউনিয়নের কালারডাঙ্গা এলাকার দিনমুজুর সেজাব উদ্দিনের মেয়ে মারুফা আক্তার শারমিন (৬) ও প্রতিবেশী ভ্যান চালক হবিবর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার (৪)।
এলাকাবাসী জানায়, শারমিন ও সুমাইয়া সকালে পুকুরের কাছে খেলতে যায়। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তারা পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। পরে পুকুরে তাদের মৃতদেহ ভেসে ওঠে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদের মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে