স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ১১ অক্টোবর থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হলেও পরবর্তীতে শারদীয় দুর্গা উৎসব ও ঈদুল আজহার কারণে ১ নভেম্বর থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ১ নভেম্বর ঘ ইউনিটের (সামাজিক বিজ্ঞানের) ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে বর্তমান শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। এরপর আট নভেম্বর খ ইউনিট (কলা) , ১৫ নভেম্বর গ ইউনিট (ব্যবসায় শিক্ষা), ২২ নভেম্বর ক ইউনিট (বিজ্ঞান) এবং ২৩ নভেম্বর চ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। ঢাবির ওয়েবসাইটে (www.du.ac.bd) ভর্তির ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।