খবর: (ওবামা-ক্যামেরন ফোনালাপ : যেকোনো সময় সিরিয়ায় হামলা)
বিশ্ব মোড়ল মাতুব্বরি করে
একটা ছেড়ে আরেকটাকে ধরে
জব্দ করে নতুন নতুন দেশ
তুললে মাথা এক্কেবারে শেষ।
কাজ হবে না ওনার কথা ছাড়া
আসবে খালি নতুন নতুন ফাড়া
উড়ে এসে তুলবে পিঠের ছাল
রাতারাতি বদলে যাবে খাল।
অকারণেই কেবল হোঙল মারে
সত্যি কথা, পারেও বেটা পারে
গোপন খবর একটু হলে ফাঁস
মানুষ মেরে বানায় খালি লাশ।
-আহাদ আলী মোল্লা