স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ট্রাকের ছাদ থেকে পড়ে হেলপার মজনু হোসেন (৩৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মজনু ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের আমজেদ বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম জানান, বিকেলে উপজেলার হাটগোপালপুর বাজারে মজনু ট্রাকে মালামাল উঠাচ্ছিলেন। এ সময় তিনি ট্রাকের ওপর থেকে রাস্তায় পড়ে আহত হন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।