মাথাভাঙ্গা মনিটর: কেনিয়ার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। রেডক্রস এ তথ্য জানিয়েছে। দেশটির রাজধানী নাইরোবির পশ্চিমে নারোক শহরে বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা স্যামুয়েল কিমারু বলেছেন, এটা একটা ভয়ানক দৃশ্য। চারদিকে শুধু লাশ ছড়িয়ে রয়েছে। জানা গেছে, বাসটি নাইরোবি থেকে হোমা বে শহরে যাচ্ছিলো। মধ্যপথে বাসটি মোড় ঘোরার সময় উপত্যকায় পড়ে গিয়ে বেশ কয়েকবার উলটে যায়। সড়ক দুর্ঘটনা কেনিয়ার নিত্যনৈমত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। গত ফেব্রুয়ারিতে আরেকটি বাস উলটে অনেক মানুষ নিহত হন। কিমারু জানান, নিহতদের মধ্যে চার জন শিশুও ছিলো। তিনি বলেন, কি ঘটেছিলো নিশ্চিতভাবে সেটা বলে কঠিন। তবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতি ও যাত্রী বোঝাই করে নেয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, পাহাড়ি ও জঙ্গলাবস্থার কারণে লাশ উদ্ধার করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য কেনিয়ায় সম্প্রতি সড়ক নিরাপত্তা বিষয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রাস্তায় ঘুরে আইন ভঙ্গকারী গাড়ি চালিকদের জরিমানা করছেন। গত বেশ কয়েক বছরে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় দু হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।