আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ ১৫ পুরিয়া গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মিলন নামে এক যুবককে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা থানার এএসআই সায়েম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পূর্বাশা কাউন্টারের সামনে থেকে চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান মিলনকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার পকেট থেকে ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে। মিলন গোবিন্দপুর গ্রামের মোসররফ হোসেনের ছেলে।