আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

মিশরে নির্বিচারে গণহত্যা মুরসির অপসারণের প্রতিবাদ

 

স্টাফ রিপোর্টার: মিসরে নির্বিচারে গণহত্যা এবং প্রেসিডেন্ট মুরসির অপসারণের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলমডাঙ্গা শহরের হাজিমোড় থেকে আলতায়েবা, চারতলামোড় হয়ে হাফিজমোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা  উপজেলা আমির শেখ নূর মুহাম্মদ হুসাঈন, পৌর আমির মীর আ. জলিল, ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা অর্থসম্পাদক মুহা. আমান উদ্দিন, থানা সভাপতি মাহাবুবুর রহমান, পৌর সভাপতি মু. আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দারুস সালাম, পৌর সেক্রেটারি শেখ রবিউল হক, ইউপি আমির বিল্লাল হুসাঈন, আশরাফুল ইসলাম, সাকিবুল ইসলাম, আ. কুদ্দুস, সেলিম রেজা প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ দাবি করে বলেন, মিসরে গণহত্যার তীব্র প্রতিবাদ জানাই এবং মুরসিকে পুনরায় ক্ষমতায় বসানো হোক।