স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটে খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বেনাপোল এলাকা থেকে ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে পরিবহন মালিক-শ্রমিক সমিতি ধর্মঘটের ডাক দিলে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
কেন্দ্রীয় বাস মালিক সমিতির সহসভাপতি পবিত্র কাপুড়িয়া জানান, বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলী এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সাথে দুর্ঘটনায় মতিয়ার নামে এক যুবক মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গাবতলীর স্থানীয় কিছু যুবক কাউন্টার থেকে জোরপূর্বক ঈগল পরিবহনের পাঁচটি বাস নিয়ে যায় এবং কাউন্টারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করে। এর প্রতিবাদে দুপুর থেকে পরিবহন ধর্মঘট ডাক দেয়া হয়েছে। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।