মাথাভাঙ্গা অনলাইন : দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর।মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ.বি.এম আবদুল হান্নান এই তথ্য জানান। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবারও গত বছরের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। এতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে জিপিএ অন্তত ৮ থাকলেই শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেয়া হবে। সূত্র জানায়, দেশে মোট সরকারি মেডিকেল কলেজ রয়েছে ২২টি এবং বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৫৩টি। সরকারি ও বেসরাকারি মেডিকেল কলেজসহ ডেন্টাল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৮ হাজার ৪৯৩টি। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে