আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের হিজুলী গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের মৃত ছামসুদ্দিনের ছেলে ছানোয়ারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রশস্ত্র ধরে গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
গ্রামসূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত ছানোয়ারের বাড়িতে ঢোকে। অস্ত্রের মুখে জিম্মি করে ছানোয়ারের ছেলে হুমায়ন ও ইমরুলকে বাধ্য করে দরজা খোলার জন্য। পরবর্তীতে ডাকাতদল হুমায়ন ও তার স্ত্রীর হাত-পা বেঁধে ঘরে থাকা ৩৫ হাজার টাকা, ৩টি মোবাইলসেট ও সোনার গয়নাগাটিসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।