মুজিবনগরের মোনাখালীর এক ইউপি সদস্য সাময়িক বরখাস্ত!

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্য রিহান সর্দার ওরফে রায়হান কবিরের বিরুদ্ধে ফৌজদারী মামলার অভিযোগপত্র বিজ্ঞআদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার আইন (২০০৯)’র ধারা ৩৪(১) মোতাবেক ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত আদেশ মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপসচিব আবু তাহের মহাম্মদ জাবের কর্তৃক স্বাক্ষরিত ১টি পত্র মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ২/১ দিনের মধ্যে অভিযুক্ত ওয়ার্ড সদস্যকে চিঠি দিয়ে তার কাজ থেকে সাময়িকভাবে অব্যহতি দেয়া হবে।