দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দামুড়হুদা উজিরপুরের যুবক রুবেলকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাত ন’টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের রেলক্রসিং নামক স্থানে। পুলিশ রেলক্রসিঙের যাত্রীছাউনি থেকে দামুড়হুদা উজিরপুরের নজরুল ইসলামের ছেলে রুবেলকে (২৪) গ্রেফতার করে। পুলিশ রুবেলের কাছে থাকা থলে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এএসআই হাদিউজ্জামান বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।