স্টাফ রিপোর্টার: নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপি সুলতান উৎসব শুরু হচ্ছে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল জলিল। এদিকে আগামীকাল শুক্রবার থেকে সুলতান মঞ্চ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা দেয়া হবে। শেষ হবে আগামী রোববার। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক মুন্সী আসাদুর রহমান জানান, আর্টক্যাম্পে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের ২০ চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন। বরেণ্য শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের চিত্রাপাড়ের মাছিমদিয়া গ্রামের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মেছের আলী ও মায়ের নাম মাজু বিবি। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।