মাথাভাঙ্গা অনলাইন : নরসিংদী জেলার পলাশ উপজেলার বালিয়া গ্রামের আরমান ভূঁইয়া (৬২) ও তার স্ত্রী মোসলেমা বেগমকে (৫২) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ তাদের গলিত লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে। সোমবার রাতে দৃর্বৃত্তরা তাদেরকে নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করার পর লাশ তালাবদ্ধ করে রাখে।
বুধবার সকালে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পলাশ থানার ওসি মোঃ শাহাদত হোসেন জানান, আরমান ভূঁইয়ার পর্তুগাল প্রবাসী ছেলে টিটু মঙ্গলবার সকাল থেকে সারা দিন মোবাইল ফোনে কল করে তাদের সঙ্গে কথা বলতে ব্যর্থ হন। ফোনে তাদেরকে না পেয়ে তার আত্মীয়-স্বজনদের বিষয়টি অবহিত করেন।
বুধবার সকালে স্বজনরা ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তারা থানায় খবর দেন।
পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আরমান ভূইয়া ও তার স্ত্রী মোসলেমা বেগমের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ জোড়া খুনের ঘটনা ঘটতে পারে