মাথাভাঙ্গা অনলাইন: নরসিংদীর পলাশে এক দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের বালিয়া গ্রামে আরমান ভূঁইয়া (৭০) ও তার স্ত্রী সালমা বেগমের (৫৫) মৃতদেহ তাদের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা একদিন আগেই তাদের হত্যা করে মৃতদেহ রেখে পালিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহতদের মেয়ে শিল্পী বেগম গতকাল (মঙ্গলবার) সারাদিন ফোন করেও তার বাবা-মাকে না পেয়ে রাতে পাশের বাড়ির আত্মীয়কে খোঁজ নিতে বলেন। ডাকাডাকির পরও দরজা না খুললে জানালা দিয়ে তারা বিছানা ও মেঝেতে তাদের মৃতদেহ পরে থাকতে দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন বাড়িতে ছুটে যায়।
বুধবার ভোরে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহত আরমান ভূঁইয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং স্ত্রী সালমা বেগমের গলায় লুঙ্গি পেচাঁনো ছিল। আঘাত এবং শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ