মাথাভাঙ্গা অনলাইন : ঝিনাইদহ থেকে চুরি যাওয়া একটি ট্রাক যশোরে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে যশোরের শহরতলী ঝুমঝুমপুর বিসিক এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ট্রাকটি (রংপুর ট- ০২-০০১১) উদ্ধার করে।
এসময় ট্রাক চালক আলমকে (৪৫) আটক করা হয়। আলম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘর এলাকার লুৎফর রহমানের ছেলে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক তোফায়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ডিবি পুলিশ বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়। এছাড়া এসময় চুরির সঙ্গে জড়িত চালক আলমকে আটক করা হয়।
কয়েকদিন আগে ঝিনাইদহের বিষয়খালী এলাকা থেকে ট্রাকটি চুরি হয় বলে জানান এসআই তোফায়েল।