চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিঁচকে চোরের উৎপাত বৃদ্ধি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিঁচকে চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। গতকাল পৃথক দুটি ওয়ার্ড থেকে নগদ টাকাসহ দুটি মোবাইলফোন চুরি হয়েছে। বেলা দেড়টার দিকে হাসপাতালের তৃতীয়তলায় শিশু ওয়ার্ডে রোগী দেখতে আসে চুয়াডাঙ্গা ডিঙ্গেদাহ গ্রামের প্রবাসীর স্ত্রী কাজলী খাতুন। তিনি বেডে ভ্যানেটিবাগ ও মোবাইল রেখে স্টাফ নার্সের সাথে কথা বলতে যান। এ সময় তার ভ্যানেটিব্যাগসহ মোবাইলটি চোখের পলকে হারিয়ে যায়। অপরদিকে সার্জারি পুরুষ বিভাগে সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার নবীছদ্দিনের ছেলে  মুন্না হোসেনের একটি মোবাইল চুরি হয়ে যায়।