গাংনীর জোড়পুকুরিয়া গ্রাম থেকে দুটি বোমা উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রাম থেকে গতকাল বুধবার রাত ৮টার দিকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা বোমা রেখে আতঙ্ক সৃষ্টি করছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, জোড়পুকুরিয়া গ্রামের মহাম্মদ আলীর বাড়ির সামনের খড়ির গাদা থেকে বোমা দুটি উদ্ধার করেন গাংনী থানার এসআই আনিছুর রহমান। লাল স্কচ টেপ দিয়ে জড়ানো বোমা দুটি আসলে বোমা কি-না তা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম। মহাম্মদ আলীর বাড়ির লোকজনের কাছে কিছুদিন আগে থেকে চাঁদা দাবি করে আসছে অজ্ঞাত দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।