মাথাভাঙ্গা অনলাইন : বৃহস্পতিবার থেকে খোলাট্রাকে করে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হবে ৪৭ টাকা দরে। সারা দেশে ১৮৪টি ও ঢাকায় ৩৫টি ট্রাকে এ পেঁয়াজ বিক্রি হবে।
বুধবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের পর থেকে পেঁয়াজের মূল্য প্রায় দ্বিগুণ হয়। এতে ক্রেতাসাধারণের ভোগান্তি বেড়ে যায়। পরে গত ১৯ আগস্ট সরকার ভারত ও মিয়ানমার থেকে পর্যায়ক্রমে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়।