আলমডাঙ্গায় পুকুর থেকে মাছ চুরির সময় তিন যুবক আটক

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার গোবিন্দপুরে রাতের আঁধারে চুরি করে মাছ ধরার সময় ধরা পড়েছে ৩ যুবক। তাদেরকে ধরে উত্তমমধ্যম দিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে। গতরাত ১০টার দিকে গোবিন্দপুরের সোহাগমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর সোহাগমোড় এলাকায় রয়েছে আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা মজিবর রহমানের পুকুর। ওই পুকুরে গতরাত ১০টার দিকে একদল যুবক চুরি করে মাছ ধরছিলো। পাহারাদারদের সহযোগিতায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন অভিযুক্ত ৩ চোরকে আটক করেন। আটককৃতরা হলো গোবিন্দপুর গ্রামের গেলার ছেলে সুইট, আরশেদের ছেলে কাদের ও নওদা বণ্ডবিল গ্রামের আতিয়ার রহমানের ছেলে শাহীন। আটককৃতদের উত্তমমধ্যম দিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।