মাথাভাঙ্গা অনলাইন : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল দশটায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা, মন্দির কমিটির সহসভাপতি সুনীল কুমার অধিকারী ,বণিক সমিতি সভাপতি আবু তালেব , জেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , উদযাপন কমিটির নেতা সমীর কুমার দে, প্রশান্ত অধিকারীসহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা বলেন,‘ শ্রী কৃষ্ণ শান্তির বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তাঁর দেখানো পথে সনাতন ধর্মাবলম্বীরা চলবেন। এর মধ্যদিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। ’