ভারত সীমান্তের অদূরবর্তী আলোচিত গ্রামটি দীর্ঘদিনেও মাদকমুক্ত হয়নি
স্টাফ রিপোর্টার: দর্শনার আকন্দবাড়িয়া তমালতলার সালিমা বেগম (৩৬) চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শহরের ফেরিঘাট সড়ক থেকে তাকে ছয় বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামটির অধিকাংশ পরিবারেরই কেউ না কেউ মাদকপাচারের সাথে জড়িত। ভারত থেকে ফেনসিডিলসহ নানা নামের মাদকদ্রব্য পাচার করে আনার পর ওই গ্রামে ও গ্রামের আশেপাশে লুকিয়ে রেখে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। গ্রামের সচেতনমহল কয়েক দফা মাদকবিরোধী আন্দোলন গড়ে তুললেও শেষ পর্যন্ত সেই আন্দোলন সফলতার মুখ দেখেনি। পুলিশসহ বিভিন্ন সংস্থার নামে একাধিক ব্যক্তি ওই গ্রাম থেকে মাসোয়ারা আদায় করে বলেও অভিযোগ রয়েছে। ওই গ্রামেরই তমালতলার ফিরোজ আলীর স্ত্রী সালিমা বেগম। তিনি গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা ফেরিঘাট রোড অতিক্রম করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে সালিমা বেগমকে আটক করেন। তার মাজায় রাখা ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। থানায় নিয়ে গতরাতে তাকে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।