মাথাভাঙ্গা অনলাইন : অনুমতি না পাওয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সমাবেশ স্থগিত করা হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষক-শিক্ষিকাদেও যোগ দেয়ার কথা ছিল।
তবে এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদেও বেতন আপগ্রেডকরণ এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রদানের দাবিতে এই শিক্ষক সমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।