স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার দুটির হদিস মিলেছে। কানে হাত না দিয়েই চিলের পিছু নেয়ার মতোই হয়েছে ঘটনাটি। সিলিন্ডার দুটি মেডিসিন ফিমেল ও মেল ওয়ার্ডে খুঁজে না পাওয়ার কারণেই হদিস মিলছে না বলে খবর পাওয়া যায়। অবশেষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খোঁজ নিতে গিয়ে দেখেন সিলিন্ডার দুটি স্টোররুমে রয়েছে।
হাসপাতালের মেডিসিন ফিমেল ও মেল ওয়ার্ডেই থাকার কথা ছিলো সিলিন্ডার দুটি। কীভাবে স্টোরে গেলো? এ প্রশ্নের জবাবের চেয়ে, হদিস না পাওয়া সিলিন্ডার দুটি পাওয়া যাওয়ায় ওয়ার্ড দুটির ইনচার্জ দুজনের দীর্ঘশ্বাস কেটেছে। তবে সম্প্রতি অক্সিজেন সিলিন্ডার দুটির একটি এক রোগীর লোকজন টানহেঁচড়া করে। শিক্ষানবীশ এক সেবিকা তা উদ্ধার করে সংরক্ষণ করে। ওই দিনই সিলিন্ডার দুটি স্টোরে ঠাঁই পেয়ে থাকতে পারে বলে কারো কারো ধারণা।